সেনাবাহিনীদের শ্রদ্ধা জানাতে নিউ দেশবন্ধু ক্লাবের রক্তদান এবং বস্ত্র প্রদান

Social

মলয় দে নদীয়া : -আজ ১৪ তারিখ, ২০১৯ সালের আগে এই দিবস ভালোবাসায় মেতে উঠলেও পুলওয়ামায় দুর্ঘটনার পর, শোকের দিবস হিসেবেও পালন করে এ প্রজন্মের অনেক ছেলেমেয়েরা।

এরকমই নিউ দেশবন্ধু ক্লাবের উদ্যোগে বিগত বছরগুলির মত এ বছরও রক্তদান এবং রক্তদানের আয়োজন করে। শহীদ বেদীতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব।
প্রসঙ্গত ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি বহর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া (অবন্তীপাড়ার কাছাকাছি) অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (সিআরপিএফ) কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন। পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলার দায়ভার স্বীকার করেছে। হামলাকারী ছিলেন পুলওয়ামা জেলার স্থানীয় আদিল আহমদ দার এবং জয়শ-ই-মোহাম্মদের সদস্য। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছিলো।পাকিস্তানও এই হামলার নিন্দা করেছে এবং এর সাথে তাদের যেকোনও সংযোগ অস্বীকার করে।

Leave a Reply