দেবু সিংহ,মালদা:-আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে আমদানি ও রপ্তানির প্রসার বাড়াতে ইন্দো-বাংলা দুই দেশের ব্যবসায়ী সংগঠন এবং ডেপুটি কমিশনার ও প্রশাসনের উদ্যোগে শুক্রবার দুপুরে একটি বৈঠক অনুষ্ঠিত হলো মালদায়। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকায় আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্রেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সীমান্ত সুরক্ষা বাহিনী ও জেলা প্রশাসনের তদারকিতে ভারত এবং বাংলাদেশের আমদানি রপ্তানি কারকেরা এদিনের বৈঠকে অংশ নেন। সেখানেই আগামীতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা মজবুত করতে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আদান-প্রদানে জোর দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত ভারতের ডেপুটি কমিশনার মনোজ কুমার, মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক মহদীপুর সি এন্ড এফ এর সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। পাশাপাশি বিএসএফ, কাস্টমস সহ আরো বেশ কিছু দপ্তরের কর্তৃপক্ষেরাও উপস্থিত হয়েছিলেন এদিনের এই ইন্দো- বাংলা বাণিজ্যিক বৈঠকে।
উল্লেখ্য , করোণা সংক্রমনের পর থেকেই মালদার মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্র দিয়ে পন্য সামগ্রী চলাচল অনেকটাই কমে গিয়েছে। যার ফলে দুই দেশের রপ্তানি কারকেরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়াও ইমিগ্রেশন ব্যবস্থাও বন্ধ রয়েছে। আর্থিক ব্যবস্থার দুর্বল হওয়ার পাশাপাশি আমদানি রপ্তানিতে দুই দেশের প্রসার অনেকটাই কমে গিয়েছে। এক্ষেত্রে রপ্তানি বাড়ানো এবং ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের যাতায়াতের ব্যবস্থা সরলীকরণ করার ক্ষেত্রেই এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।