মালদা বুলবুলচন্ডী রুটের সমস্ত অটো আটকে রেখে বিক্ষোভ আদিবাসীদের

Social

দেবু সিংহ, মালদাঃ- মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী নতুন বাসষ্টান্ডে বিক্ষোভ আদিবাসী কিছু যুবকের। জানা যায় বুধবার সকাল দশটা নাগাদ মালদা বুলবুলচন্ডী রুটের সমস্ত অটো আটকে রেখে বিক্ষোভ দেখায় আদিবাসী কিছু যুবক। তাদের অভিযোগ গতকাল আদিবাসীদের একটি সভা ছিল গাজোলে সেখানে যাওয়ার জন্য একটি অটো রিজার্ভ করা হয় সেই অটো নিয়ে যায় গাজোল কিন্তু আদিবাসীদের অভিযোগ সেই অটোচালক গাজোল নিয়ে গেলেও চুক্তি থাকা সত্ত্বেও অটোচালক তাদের ফিরিয়ে নিয়ে আসেনি, তাই বুধবার তারই পরিপ্রেক্ষিতে প্রায় এক ঘন্টা আটো আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী যুবকেরা।

ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তার সমস্যা সমাধান করেন অবশেষে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়।

Leave a Reply