জলসায় আগত দু-চার হাজার লোক যাই হোক,কাঠের জ্বালে, পিতলের হাড়িতে বিরিয়ানি হয় সকলের জন্য

Social

মলয় দে নদীয়া :- মুসলিম ধর্মালম্বীদের জন্য ধর্মীয় বিভিন্ন আলাপচারিতা নিয়মানুবর্তিতা নিয়ে , আলোচনার নাম ওয়াজ মাহফিল যা জলসা পরিচিত।

শান্তিপুর মনিহার সংঘ বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং লাঠি খেলায় আজও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে সারা বছর ধরে। প্রতিবছরেই একবার আয়োজন করে থাকে ধর্মীয় জলসার। গতকাল অনুষ্ঠিত হয় এই ওয়াজ মাহফিল বা জলসার । উদ্যোক্তাদের মতে , আনুমানিক প্রায় তিন হাজার মানুষের সমাগম হয় গতকাল।

প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল্লাহিল মারুফ সাহেব, গজল গেয়েছেন ফুরফুরা শরীফ থেকে আগত কবি ও শিল্পী আল আমিন গাজী। বক্তব্য রাখেন বিভিন্ন ওলমগণ।
সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা এবং সভাপতিত্ব করেন, মুফতি কুরবান আলী সাহেব।

স্থানীয় কাউন্সিলর পুরসভা এবং পুলিশ প্রশাসন উপস্থিত থেকে তাদের সহযোগিতা করেছে বলেই জানান।
তবে উপস্থিতের সংখ্যা দু চার হাজার যাই হোক, মধ্য রাতপর্যন্ত চলা জলসার শেষে সকলের জন্যই ব্যবস্থা ছিল বিরিয়ানির।তবে, মনিহার সংঘের বিরিয়ানি আজও, কাঠের জ্বালে পিতলের হাড়িতেই প্রস্তুত হয়।

Leave a Reply