একদিকে তুলসী পূজণ দিবস, অন্যদিক
মলয় দে নদীয়া :- একদিকে তুলসী পূজণ দিবস, অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৯ তম জন্ম দিবস, একই সাথে পালন বিজেপি কর্মী সমর্থকদের।
আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ির ৯৯ তম জন্ম দিবস, অন্যদিকে তুলসীপূজন দিবস হিসেবেও ঘরে ঘরে পালন করছেন বিজেপি কর্মী সমর্থকরা।
তুলসী গাছের উপকারিতা , ধর্মীয় সীমারেখাতেই শুধু আবদ্ধ নয়, তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। বছরের বিভিন্ন সময় মায়াপুর ইসকন এবং বিভিন্ন মত মন্দিরে তুলসী গাছ পূজিত হয়। তবে আজ পচিশে ডিসেম্বরের বিশেষ এই দিন কেন, সে প্রশ্নের উত্তর জানা যায়নি।