দমকল এবং কাউন্সিলরের সহযোগিতায় এলাকাবাসীর আন্তরিকতায় বাঁচলো ষাঁড়ের প্রাণ

Social

মলয় দে নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর নিশ্চিন্তপুর এলাকায় একটি আমবাগানে জলা জায়গায় একটি ষাঁড় বিগত ১০ দিন যাবৎ পড়েছিলো শারীরিক অসুস্থতার কারণে। এক পাশ হয়ে এতদিন যাবত থাকার ফলে মাটির সংস্পর্শে ওই দিকের অংশে পচন ধরে তাতে পোকা জন্মে যায়। পাড়ার ছেলেরা শত চেষ্টা করেও তাকে তুলতে পারেনি, তবে নিয়মিত খাদ্য খাবার দিয়ে গেছে। আজ মানবিকতার নজির গড়লো শান্তিপুর অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীদের আন্তরিকতায়, এলাকাবাসীর তৎপরতায় এবং অবশ্যই কাউন্সিলরের মহানুভবতায়। পথের সামনেও এবং ষাঁড়েদের নিয়ে কাজ করা, রাজু দাস কে ডাকে এলাকাবাসী।

তিনি প্রাথমিক কিছুটা চিকিৎসা করার পর, সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের সদস্যরা ওই জলা জায়গা থেকে টেনে তুলে পরিষ্কার সমতল জায়গায় রাখার ব্যবস্থা করেন তারাই। তাদের সাথে হাত মেলায় স্থানীয় সচেতন নাগরিক । এলাকার যুবকরা ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুপা ঘোষ করের দেওয়া একটি ত্রিপল বাষ্পতে অস্থায়ী ঘর করে, ওই আম বাগানে। এলাকাবাসী ঔষধ এবং নিয়মিত খাদ্য খাবার দিয়ে তাকে সুস্থ করে তুলবে বলে জানিয়েছেন আমাদের।

Leave a Reply