বেজির মাংস খেয়ে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট যুবকের ! গ্রেপ্তার যুবক

Social

দেবু সিংহ, মালদা: বেজির মাংস খেয়ে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট যুবকের। সোশ্যাল মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই বন দফতরের কর্তারা গ্রেফতার করল অভিযুক্তকে। অভিযুক্তকে প্রমানের ভিত্তিতে গ্রেফতার করে মালদার ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিল। মঙ্গলবার অভিযুক্ত কে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও বন দফতর সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবককের নাম বিপেন মাল। বাড়ি পুরাতন মালদহের নারায়ণপুর ঝাঁঝরা গ্রামে। সোশ্যাল মিডিয়ায় পোষ্ট দেখে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে বন বিভাগ। জানা গিয়েছে গত চারদিন আগে ওই যুকব বেজিটিকে ধরে।তারপর বাড়ি নিয়ে আসে খাবার জন্য। বেজিটিকে কাটার আগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে। বন বিভাগের কাছে অভিযুক্ত তার দোষ স্বীকার করেছে। বন বিভাগের কর্তারা জানান , বেজি প্রজাতির প্রাণী বর্তমানে লুপ্তপ্রায়। এই প্রাণি মারা আইনত নিষিদ্ধ। তারপরেও প্রাণীটিকে মারায় অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রজু করা হয়েছে।

Leave a Reply