মলয় দে, নদীয়া : বিশিষ্ট সাহিত্যিক, কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্যের উজ্জ্বল, নক্ষত্রসম একজন ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায় এর অবদান অনস্বীকার্য ।
তিনি অজস্র নাটক, উপন্যাস লিখেছেন পাশাপাশি তাঁর দেশাত্মবোধক গানগুলি দেশপ্রেমকে জাগরিত করে। তাঁর বিখ্যাত গান “ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা…. ” তৎকালীন শ্রেষ্ঠ গানগুলির মধ্যে অন্যতম।
নদীয়ার কৃষ্ণনগরের স্টেশন অ্যাপ্রোচ রোডে রয়েছে বিশিষ্ট এই ব্যক্তির পরিবারের বাড়ির প্রবেশ তোরণ । অধিকাংশ সময়ই জায়গাটি নোংরা আবর্জনায় ভর্তি হয়ে থাকে। মাঝে মাঝে কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতান এর সদস্যরা জায়গাটি পরিস্কার পরিচ্ছন্ন করে দেয়।
২৭শে নভেম্বর রবিবার কৃষ্ণনগর ঐকতান এর অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাঁচারা ও সদস্যরা সামিল হয় এই জায়গাটির পরিস্কার পরিচ্ছন্নতার কাজে।
জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে রাতের বেলা যাতে অসামাজিক কাজকর্ম না চলে তার জন্য দুটি লাইট অস্থায়ীভাবে লাগিয়ে দেয় সংগঠনের সদস্যরা |
কৃষ্ণনগর ঐকতান এর সভাপতি অরিন্দম দেব জানান “ সকাল থেকেই ছোট ছোট বাচ্চারা ও আমাদের সংগঠনের সদস্যরা জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করল, সংগঠনের পক্ষ থেকে আমরা দুটি লাইট অস্থায়ীভাবে লাগিয়ে দিলাম। কবির জন্মভিঁটেয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে আমাদের এই সংগঠন। সংস্কৃতিপ্রেমী কৃষ্ণনাগরিকদের কাছে আবেদন সবাই এগিয়ে আসুন”l