মলয় দে নদীয়া :-গত কালীপুজোর বিসর্জনে , রীতি নীতির ক্ষেত্রে বেশ কয়েকটি অনিয়ম হয়েছিল। ভক্তবৃন্দদের আবেগ এবং বিশ্বাসকে মান্যতা দিয়ে এই বিষয় নিয়ে আলোচনায় বসেন নদীয়ার শান্তিপুরের আগমেশ্বরী সেবা সমিতির উপদেষ্টা মন্ডলী।
গত ১৭ই নভেম্বর আগমেশ্বরী সেবা সমিতির উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী অগণিত ভক্ত সাধারনের আবেগ ও শ্রদ্ধার কথা মাথায় রেখে আগামীকাল বুধবার ২৩ শে নভেম্বর পুনরায় মায়ের পুজোর সিদ্ধান্ত নেওয়া হয় । এই পুজো মূর্তি সহযোগে হলেও আকৃতিতে হবে ছোটো। তবে এ পুজো টি সম্পূর্ণভাবে একটি ক্ষমা প্রার্থনা হিসাবে দেখছেন আগমেশ্বরী মাতা সেবা সমিতি।
১) সকাল ৯ টায় মায়ের পুজো আরম্ভ হবে,
২) ছোট প্রতিমা গড়ে মায়ের পুজোর আরাধনা হবে মায়ের রুপ এক থাকবে।
৩) মায়ের পুজোর পর মায়ের নিরঞ্জন যাত্রা শুরু হবে আনুমানিক তা ৩ টেয়।
৪) যেমন বাদ্যযন্ত্র থাকে তা থাকবে।
৫) পুজোর যা নিয়ম তাই হবে।
৬) সকাল ৯ টা থেকে ১১ টা অব্দি ভক্তরা মায়ের পুজো দিতে পারবে।
৭) অঞ্জলি সবাই দিতে পারবে।
৮) বেলা ১ টার পর মায়ের পুজোর প্রসাদ ভক্ত সাধারণ এর মধ্যে বিতরণ করবো।কিন্তু কোনোরকম আভাঙা বা অন্ন বা পোলাও প্রসাদ থাকবে না। যদি কেউ মনে করেন এই পুজোয় সহযোগিতা বা মায়ের কাছে অনুদান দিতে পারবেন।
৯) পুজোর যা যা নিয়ম তা যথাযথ পালন করা হবে।
কিছু বাহ্যিক আড়ম্বরতা বাদ দিয়ে মায়ের পুজোর যা নিয়ম তা পালন হবে।
ভক্তবৃন্দদের পূর্ণাঙ্গ সহযোগীতা চেয়েছেন শ্রী শ্রী মাতা আগমেশ্বরী পুজো কমিটি।