মলয় দে নদীয়া:- জগদ্ধাত্রী পুজোয় জেলার বিভিন্ন প্রান্তের পূজো মণ্ডপ গুলিকে টেক্কা দিয়ে একের পর এক পুজো মণ্ডপ সজ্জার আকর্ষণ গড়ে তুলছে নদীয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের বেশ কয়েকটি পুজো মন্ডপ। আগামী বুধবার শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজো, তার আগেই মন্ডপ সজ্জার কাজ প্রায় শেষের দিকে।
সূত্রাগড় অঞ্চলের কৃষ্ণ কালিতলা বারোয়ারী এবছর তাদের পুজো মণ্ডপের থিম কাশি বিশ্বনাথ মন্দিরের আদলে। প্রায় দুই কুইন্টাল প্রাকৃতিক গুগলি দিয়ে সাজিয়েছেন গোটা পুজো মন্ডপ। তবে নিখুঁত কাজের সাথে সাজানো হয়েছে মন্ডপ। বহিরা গত শিল্পী দিয়ে নয় পাড়ার ছেলেদের হাত দিয়েই তৈরি হয়েছে সুদর্শন পুজো মন্ডপ। তবে মন্ডপ সজ্জার কাজ প্রায় শেষের দিকে, এছাড়াও প্রতিমা তৈরীর কাজও শেষের দিকে, এখন শুধু সময়ের অপেক্ষা।
উদ্যোক্তারা জানিয়েছেন পুজোর কটা দিন জনজোয়ার হয় শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজোয়। এবছর দর্শনার্থীদের ভিড় আরো বাড়বে বলেই অনুমান তাদের।