মলয় দে নদীয়া :-কোথাও বা বস্ত্র উৎপাদনের কারখানার নামে, কোথাও বা গাছ না কেটেই চারা গাছ সমেত জমি প্লটিং করে বিক্রি চলছে গোটা শান্তিপুর জুড়ে। তবে এক্ষেত্রে আগামীতে সমস্ত বনভূমিতে বসবাস গড়ে প্রত্যেকেই তাদের একটি অথবা দুটি গাছ কেটে বসত বাড়ি নির্মাণ করবেন।নিজস্ব বৈদ্যুতিক সংযোগ এবং অন্যান্য পৌরসুবিধা নেওয়ার জন্য, আবেদন জানাবেন। একসময় তা মঞ্জুরও হবে। উন্নত সুদূরপ্রসারী এই চিন্তা ভাবনায় এক শ্রেণীর প্রোমোটার , এভাবেই অভিনব পরিকল্পনা করেছেন।
তবে আজ নদিয়ার হরিপুর সারদা বাগানে, বেশ কিছু তরতাজা আম গাছ রাতের অন্ধকার থেকে শুরু করে, সকাল থেকেই তা ভ্যানে করে তা নিয়ে যেতে দেখে এলাকার মানুষ। তাদের দাবি এ বিষয়ে বনদপ্তর এবং পুলিশ প্রশাসন প্রাথমিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি। যদিও পরবর্তীতে সংবাদ মাধ্যমের সক্রিয়তায় শান্তিপুর থানার সহযোগিতায় বনদপ্তর বেশ কিছু কাটাগাছ আটক করে নিয়ে যায়।
এলাকা সূত্রে জানা যায়, সারদা বাগানের মালিক কলকাতায় থাকেন। স্থানীয় কিছু গাছ ব্যবসায়ী, বনদপ্তরের বিনা অনুমতিতেই ওই গাছ কাটতে শুরু করে। যদিও এখনও পর্যন্ত গাছ কাটার বিষয়ে কাউকে আটক করা হয়নি বলেই জানা গেছে। অর্থশক্তি এবং পেশী শক্তির সম্বলিত প্রোমোটারদের বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুলতে না চাইলেও, তারা জানান এ ধরনের কাজ প্রায়শই হয়ে থাকে ঐ এলাকায়।