সোশ্যাল বার্তা: আজ বড় দিন। বড়দিনে সান্তাক্লজের মতো প্রান্তিক সাধারণ মানুষের কাছে উপহারসামগ্রী পৌঁছে দিতে শুক্রবার কৃষ্ণনগর বেলডাঙায় স্টেশন চত্ত্বরের নবদ্বীপ রেললাইনের পাশে বিনয়পল্লীতে পৌঁছে গেল নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংস্থা স্পর্শ । বিনয়পল্লীতে অস্থায়ী ঝুপরিতে মাথা গুঁজে থাকেন বেশ কিছু নিরুপায় অসহায় মানুষ। এই বিশেষ দিনটিতে স্পর্শে’র সদস্য সদস্যারা পৌঁছে যায় এই অসহায় মানুষদের কাছে।
স্পর্শে’র কর্মীবৃন্দ ৬০টি পরিবারের বেশ কিছু বয়স্ক মানুষের হাতে তুলে দেন- কম্বল, মাস্ক , কেক, ভেজলিন ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। এগুলো পেয়ে এই মানুষ গুলোর মুখে হাসি ফুটে ওঠে।
আঞ্চলিক মানুষদের মধ্য অশীতিপর বৃদ্ধা ফুলকুমারী প্রামানিক ও মঞ্জু দাস বলেন তারা ” এই প্রচন্ড শীতে এই সমস্ত প্রয়োজনীর সামগ্রী পেয়ে ভীষন খুশী” দু’হাত তুলে প্রার্থনা করেন সংস্থার শ্রীবৃদ্ধির।
সংস্থা পক্ষ থেকে জনৈক কর্মী জানান “এই শীতে বিনয়পল্লী’র বয়োজেষ্ঠ্য মানুষদের শীতবস্ত্র সহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে এক অপার আনন্দে সামিল হলাম সকলে। স্পর্শ একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা অতীতেও দীর্ঘ দিন ব্যাপি বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে । পরিকল্পনা মাফিক সাধারণ মানুষের জন্য একাধিক কার্যক্রম সম্পাদন করে চলবে স্পর্শ”।