পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবসে পৌরসভার শ্রদ্ধার্ঘ্য, হিন্দু উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ

Social

মলয় দে নদীয়া: বাংলা এবং বাংলার বাইরে যে সকল বাঙালি আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক রাজনৈতিক সংস্কৃতিক ধর্মীয় এবং নানান গুরুত্বপূর্ণ পদ দায়িত্ব সামলাচ্ছেন, প্রত্যেকের হাতে খড়ি সেই বর্ণপরিচয় দিয়ে। যার স্রষ্টা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদিকে যেমন জ্ঞানের সাগর অন্যদিকে করুনারও। এই উপলক্ষে রাজ্যের সর্বত্র নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার মহৎ চিন্তা ভাবনা কর্মকাণ্ড এবং জীবনশৈলী নিয়ে আলোচনা চলে সারাদিন।

নদীয়ার শান্তিপুর পৌরসভা কলা তীর্থের সামনে স্থাপিত বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ বিভিন্ন কাউন্সিলরগণ।
শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের উদ্যোগে, এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবৃতি নৃত্য গানের মাধ্যমে স্মরণ করা হয় পন্ডিতকে। সম্প্রতি কিছুদিন আগে বিদ্যালয়ের এক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এদিনের মঞ্চ থেকে।

Leave a Reply