তমলুক :: করোনা আবহে জেলা জুড়ে রক্ত সঙ্কট দেখা দিয়েছে। রক্তের চাহিদা মেটাতে বহু ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি এগিয়ে এসেছে প্রশাসনের কর্তারা। জেলার বিভিন্ন থানা, পৌরসভার পাশাপাশি আজ তমলুক শহর তৃনমূল কংগ্রেস রক্তদান শিবিরের আয়োজন করেন।
শনিবার তাম্রলিপ্ত পৌরসভার মহেন্দ্র স্মৃতি সদনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা সেচমন্ত্রী ড. সৌমেন কুমার মহাপাত্র, তাম্রলিপ্ত পৌরসভা পৌরপ্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়, তমলুক শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া প্রমুখ। করোনা আবহ উপেক্ষা করে বহু রক্তদাতা রক্ত দিতে এগিয়ে আসেন। এদিন রক্তদাতা সংখ্যা ছিল নজিরবিহীন।
তমলুক শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া বলেন, এই কোভিড পরিস্থিতিতে জেলা হাসপাতালগুলোতে রক্ত সঙ্কট দেখা দিয়েছে, মুমুর্শ রোগী এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি খুব সমস্যা পড়েছেন, সেই দিকগুলো মাথায় রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রক্ত শিবের আয়োজন করা হয়েছে।