প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণ করতে নদীয়ার নবদ্বীপে প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রদান

Social

মলয় দে, নদীয়া:- রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিতিতে নবদ্বীপের ব্যস্ততম বড়াল ঘাট অদ্বৈত অঙ্গনে করা হলো সামাজিক অধিকারীতা শিবির।

মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই শিবিরের মাধ্যমে শতাধিক প্রতিবন্ধী মানুষকে তাঁদের হাতে তুলে দেওয়া হলো হুইল চেয়ার, হাঁটার জন্য ক্রাচ, কানে শোনার জন্য মেশিনসহ ইত্যাদি সামগ্রী। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপূজাকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। তবে এই উন্মাদনা ও আনন্দের মাঝেও একশ্রেণীর মানুষের মুখে হাসি নেই। বিশেষভাবে সক্ষম বেশ কিছু মানুষের পুজোকে ঘিরে নেই কোন উন্মাদনা। তাঁর কারণ অন্যান্য মানুষের মতো তাঁদেরও স্বাভাবিক জীবন যাপন করার জন্য প্রয়োজন কিছু সরঞ্জামের। বিশেষভাবে সক্ষম বেশ কিছু দুঃস্থ মানুষেরা সেই সমস্ত সরঞ্জাম বাজার থেকে কিনতে পারেন না অর্থের অভাবের জন্য। সেই কারণে তাঁদের মুখে আজ হাসি ফোটালেন নদিয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অপর্না নন্দী, ছিলেন নবদ্বীপ বিধানসভার কনভেনার শশধর নন্দী সহ আরো অনেকে।

Leave a Reply