নদীয়ার ধুবুলিয়ার অনুষ্ঠিত হল ছাত্র-ছাত্রীদের নিয়ে যুব সংসদ প্রতিযোগিতা

Social

দীপ রায়,নদীয়া : নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের ব্যবস্থাপনায় ধুবুলিয়া মুক্তমঞ্চে সোমবার অনুষ্ঠিত হলো ব্লক পর্যায়ের যুব সংসদ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নওপাড়া রূপদহ হাইস্কুল এর ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দপ্তরের উদ্যোগে সারা রাজ্যজুড়ে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে যুব সংসদ প্রতিযোগিতা ২০২২।

ব্লক পর্যায়ের এই প্রতিযোগিতায় ব্লক এলাকার ৮ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল তার মধ্যে যুব সংসদ প্রতিযোগিতায় নওপাড়া রূপদহ হাইস্কুল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে নিবেদিতা বালিকা বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে কামারহাটি চিত্তরঞ্জন হাইস্কুল।

উল্লেখ্য ব্লক পর্যায়ের প্রতিযোগিতায় নওপাড়া রূপদহ হাইস্কুল প্রথম স্থান অধিকার করেছে ফলে আগামীদিনে তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা নওপাড়া রূপদহ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল হোসেন বলেন, “এটা আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বড় সাফল্য। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এই কর্মসূচি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। ছাত্র-ছাত্রীরা ভালো ফল করায় সবাই খুশি। আগামী দিনেও ওদের সাফল্য কামনা করি”।

যুব সংসদ প্রতিযোগিতার পাশাপাশি তাৎক্ষণিক বক্তৃতা এবং প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নওপাড়া রূপদহ হাইস্কুল প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এছাড়াও যুব সংসদ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্পিকার, মার্শাল,বিরোধী দলনেতার পুরস্কার জিতে নেয়।

প্রতিযোগিতায় মঞ্চে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ২নং ব্লকের আধিকারিকগণ, বিশিষ্ট শিক্ষক সঞ্জয় মুখার্জি সহ অন্যান্যরা।

Leave a Reply