অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন মালদা শাখার সভা

Social

দেবু সিংহ,মালদা: অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন মালদা শাখার পরিচালনায় রবিবার দুপুরে মালদা বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। গোটা রাজ্য জুড়ে তাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিনের এই সভা। মূলত কেন্দ্রীয় সরকার শ্রমজীবী মানুষদের আইনের তোয়াক্কা না করে তাদের অধিকার কেড়ে নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক এই নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে।

এ প্রসঙ্গে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন-‌এর সম্পাদক জয়ন্তমকুমার মাঝি বলেন,‘‌ আমরা বিভিন্ন জেলায় জেলায় জেলাশাসকদের এই প্রসঙ্গে স্মারকপত্র জমা করেছি, সেই দাবিদাওয়া যাতে কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর কাজে পৌঁছয়। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব।’‌

Leave a Reply