নদীয়ায় শুরু হলো কৃষ্ণনগর নাট্য উৎসব ২০২২

Social

সোশ্যাল বার্তা: কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ ও কৃষ্ণনগর নাট্যোৎসব কমিটির যৌথ উদ্যোগে কৃষ্ণনগর নাট্যোৎসব ২০২২ আয়োজিত হচ্ছে কৃষ্ণনগর রবীন্দ্রভবন মঞ্চে। দুটি পর্বে এই উৎসব হবে, প্রথম পর্ব- ৭ থেকে ৯ই সেপ্টেম্বর এবং দ্বিতীয় পর্ব – ১২ থেকে ১৬ই সেপ্টেম্বর। এবারের উৎসবে অংশ নিচ্ছে শহরের ১৪টি নাট্যদল।

৭ই সেপ্টেম্বর বিশিষ্ট কৃষ্ণ নাগরিকদের পাশাপাশি উৎসবে অংশগ্রহণকারী নাট্য দলের নির্দেশক মন্ডলী প্রদীপ প্রজ্জালনের মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা করেন। এদিন দীর্ঘ নিমগ্ন নাট্যচর্চার স্বীকৃতি স্বরূপ জীবন কৃতী সম্মান তুলে দেওয়া হয় দুই প্রবীণ নাট্যব্যক্তিত্ব শ্রী দেব কুমার ব্যন্যার্জী ও শ্রীমতী চন্দ্রীমা পালের হাতে।

প্রথম দিন পরিবেশিত হয় কৃষ্ণ সাংস্কৃতিক মঞ্চের পরিবেশনা ‘পরলোক চর্চায় রবীন্দ্রনাথ’। নাটকটির নির্দেশনা করেন ‘প্রদ্যুৎ কর্মকার’।৮ই সেপ্টেম্বর দ্বিতীয় দিনের প্রথম নাটক ‘কৃষ্ণনগর অরণী’র ‘ভূতনাথের ভূত’, নির্দেশক’সুজিত সাহা’। দ্বিতীয় উপস্থাপনা ‘মৃত্যু সত্য মাঝে’, প্রযোজনা ‘কৃষ্ণনগর থিয়াস’, নির্মাণ ‘সুমন গোস্বামী’। ৯ সেপ্টেম্বর তৃতীয় দিনের প্রথম উপস্থাপনা ‘অগ্রগামী নাট্য সংস্থা’র ‘হজমশক্তি’; নির্দেশনা করেন পার্থ শিকদার। এদিনের দ্বিতীয় উপস্থাপনা ছিল ‘কৃষ্ণনগর সিঞ্চনে’র ‘দূরবীন’, পরিচালনা ‘সুশান্ত কুমার হালদার’।

১২ই সেপ্টেম্বর দ্বিতীয় পর্বের উৎসবের প্রথম দিন প্রথম উপস্থাপনা ‘কৃষ্ণনগর জীবনের ঐকতান’ এর ‘একটু আগুন দে’, নির্দেশনা শুভ্রা রায়। এদিনের দ্বিতীয় উপস্থাপনা ‘চলন্তিকা নাট্য সংস্থা’র ‘ ‘SELFIE’, নির্দেশনা ‘সনৎ গুহ’। ১৩ই সেপ্টেম্বর প্রথম নাটক ‘কৃষ্ণনগর সেতু’র ‘মাস্টারমশাই’, নির্দেশনা ‘কল্যাণ বিশ্বাস’। এদিনের দ্বিতীয় উপস্থাপনা ‘কৃষ্ণনগর পাঞ্চজন্যে’র ‘আজির’, নির্দেশনা ‘ভাস্কর সেনগুপ্ত’। ১৫ই সেপ্টেম্বর প্রথম নাটক ‘কৃষ্ণনগর থিয়েটার টার্মিনাসে’র ‘অন্ধজাল’, নির্দেশনা ‘তন্ময় সেন’। এদিনের দ্বিতীয় উপস্থাপনা ‘কৃষ্ণনগর উজানে’র ‘পথভোলা’, নির্দেশনা ‘স্বপন বিশ্বাস’। উৎসবের শেষ দিন ১৬ই সেপ্টেম্বর প্রথম পরিবেশন ‘কৃষ্ণনগর সংলাপে’র ‘আত্মহত্যার অধিকার’, নির্দেশনা ‘তুহিন দত্ত’। এ দিনের শেষ নাটক ‘হট্টমেলার ওপারে’, পরিবেশনা ‘কৃষ্ণনগর রূপকথা’, নির্দেশনা ‘তৃষিত মৈত্র’।

Leave a Reply