মলয় দে নদীয়া :- সীমান্তের আউট পোস্টে ডিউটি করছিলেন তিনি নিজের সার্ভিস রিভেলপার থেকে নিজেরই মাথায় গুলি করে প্রাণঘাতী হলেন এক সেনাজওয়ান। মাটিতে লুটিয়ে পড়ে তার রক্তাক্ত দেহ। অন্যান্য সহকর্মী এবং এলাকাবাসীর প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে যাওয়া হয় তেহটটো মহকুমা হাসপাতালে, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যু ঘোষণা করে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটে পরশু তেহটটো থানার নফর চন্দ্রপুরে। ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা যায় ওই সেনা জওয়ানের নাম সঞ্জয় কুমার প্যাটেল বয়স ৩৪ বছর। মৃত্যুর পরে তার কাছ থেকে গুজরাটি ভাষায় লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে, যা বিভাগীয় তদন্তাধীন। তবে প্রাথমিকভাবে জানা যায় ওই সেনা জওয়ান অতিরিক্ত ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন। হয়তো সেই সংক্রান্ত বিষয়ে হতাশ হয়ে এই সিদ্ধান্ত। গতকাল তার নিথর মরদেহ গুজরাটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বিএসএফের পক্ষ থেকে।