দেবু সিংহ,মালদাঃ-মালদহে দুই শিক্ষক পাচ্ছেন শিক্ষারত্ন। একজন রয়েছেন হরিশ্চন্দ্রপুর দক্ষিণ চক্রের কনুয়া ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌরভ কুমার মিশ্র,অন্যদিকে রয়েছেন,মালদহের হবিবপুর ব্লকের দাল্লা চন্দ্রমোহন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ী।
রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষারত্ন পাছেন এমনিই চিঠি পৌঁছাতে খুশি প্রধান শিক্ষক সহ দাল্লা চন্দ্র মোহন বিদ্যালের সকল শিক্ষকদের মধ্যে খুশির হাওয়া।জয়দেব লাহিড়ী দাল্লা চন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগদান করেন। ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে এই বিদ্যালয় । ওই এলাকার পরিস্থিতি দেখে তিনি ওই এলাকার বাসিন্দাদের বিভিন্ন ভাবে সাহায্য করতে থাকেন। পাশাপাশি ওই এলাকায় বাল্যবিবাহ রোধ করার কাজ শুরু করেন।বিভিন্ন সময়ে স্কুলে তরফে রক্তদান শিবির করে থাকেন। অব্রাহ্মণ শিক্ষককে দিয়ে সরস্বতী পুজো করিয়ে পুজোর রীতি ভেঙে পুজো করার সকলের আছে বলেছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরে আদিবাসী এক ছাত্রীকে দিয়ে দিয়ে সরস্বতী পুজো করিয়েছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষকদের নিয়ে মাঝেমধ্যেই গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালাতেন বাল্যবিবাহ সহ অসুখ হলে হাসপাতালে যেতে হয় কোন ওঝা দেখাবেন না।
ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে সচেনতা প্রচার থেকে শুরু ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা থেকে শুরু করে ওই যে কোনো সমস্যা তিনি তার শিক্ষকদের নিয়ে পৌঁছে যেতেন এলাকায়।
প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ী বলেন,শিক্ষারত্ন পাচ্ছি এটা আমার ও আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদেত সহযোগিতায়। এলাকার বাসিন্দাদের ভূমিকাও কম নয়। আমি খুব খুশি প্রথম মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর হাত থেকে এই পুরস্কার পাবো।