দেবু সিংহ,মালদা: স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে মালদার সীমান্তের তাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্রের প্রদর্শনীর কর্মসূচি অনুষ্ঠিত হলো। বুধবার সকালে ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী জহুরাতলা এলাকায় বিএসএফের ৪৪ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
দেশের সীমান্ত সুরক্ষায় বিএসএফের জওয়ানেরা কি ধরনের অত্যাধুনিক প্রযুক্তিগত অস্ত্র ব্যবহার করে থাকে, এদিন সেটি এই ক্যাম্পে প্রদর্শিত করা হয়। দেশের সীমান্ত সুরক্ষায় ব্যবহৃত অস্ত্র প্রদর্শনী দেখতে বিভিন্ন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ ভিড় করেন। সেখানে বিএসএফের পক্ষ থেকে বিভিন্ন অস্ত্রের নানান কারুকার্যের বিষয়গুলি ব্যাখ্যা দিয়ে বোঝানো হয় । মূলত স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিএসএফের পক্ষ থেকেই এই কর্মসূচি এদিন গ্রহণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়ে।