দেবু সিংহ,মালদাঃ- মালদায় হবিপুর থানার উদ্যোগে ও ব্লক প্রশাসনের সহযোগিতায় ছাত্রদের মধ্যে চাকরির পরীক্ষার প্রশিক্ষণ ছাড়াও আদিবাসী অধ্যুষিত ছাত্র-ছাত্রীদের ফুটবল খেলার সামগ্রিক হাতে তুলে দেওয়া হয় হলো প্রশাসনের পক্ষ থেকে। হবিবপুর ব্লকের জিতু মঞ্চে বুধবার দুপুরে এই নিয়ে হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছাত্র ছাত্রীদের নিয়ে আলোচনা সভা। এই প্রশিক্ষণ,কোচিং দেওয়ার ব্যবস্থা করেছিলেন।
এদিন জিতু মঞ্চে হবিবপুর থানা উদ্যোগে ও হবিবপুর ব্লক প্রশাসনের সহযোগিতায় শুরু করা হয়েছিলো ছাত্র ছাত্রীরা বিভিন্ন চাকরির জন্য প্রশিক্ষণ কোচিং দেওয়ার ব্যবস্থা।২৩১ জন ছাত্রছাত্রীদের মধ্যে কোচিংয়ের বই তুলে দেওয়া হয় । এছাড়াও ছোট ছোট ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল রেঞ্জের ডিআইজি ডি পি সিং, মালদা জেলা শাসক নিতীন সিংঘানিয়া, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার শাহ অমিত কুমার,মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, মালদা জেলার ডিএসপি টিএনটি আজারুদ্দিন খান সহ অন্যান্যরা।