নদীয়ায় বন্ধন ব্যাঙ্কের জন্মদিন পালন

Social

সোশ্যাল বার্তা : নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া বন্ধন ব্যাঙ্কের শাখায় রীতিমত কেক কেটে পালিত হলো বন্ধন ব্যাঙ্কের সপ্তমতম জন্মদিন।

২০০১ সালে সমাজের সুবিধাবঞ্চিত অংশের মানুষের মধ্যে ক্ষুদ্র ঋণ সরবরাহ শুরু করে এই সংস্থা। জীবিকা নির্বাহের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীর ক্ষমতায়নে জোর দিয়েছিল। ২০০৬ সালে, বন্ধন তার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পরিমাণ বাড়ানোর জন্য এনবিএফসি অর্জন করে। আর্থিক অন্তর্ভুক্তির মূল লক্ষ্যটি আরও এগিয়ে নেওয়ার জন্য একটি এনবিএফসি-এমএফআইতে পরিণত হয়। ২০১০ সালে, ক্ষুদ্র ঋণ দেশের বৃহত্তম এমএফআই হিসাবে স্বীকৃত হয়।

২০১৪ সালের এপ্রিলে বন্ধন সর্বজনীন ব্যাঙ্ক স্থাপনের জন্য নীতিগত অনুমোদন পায়। ১৭ই জুন ২০১৫ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ককে সর্বজনীন বন্ধন ব্যাঙ্কিং লাইসেন্সটি প্রদান করে। এর দু’মাস পরে ২৩ শে আগস্ট বন্ধন ব্যাঙ্ক কার্যক্রম শুরু করে।

মঙ্গলবার সকাল বেলা থেকেই ছিল সাজো সাজো রব। বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় শাখার বিভিন্ন অংশ। কর্মীদের সঙ্গে এই জন্মদিনের অনুষ্ঠানে মিলিত হন গ্রাহকরাও।

এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের মাজদিয়া শাখার ম্যানেজার দীপেন রায় জানান ” আজ আমাদের কাছে খুব আনন্দের দিন। দেশের আর্থিক উন্নয়নের জন্য কাজ করে চলেছে বন্ধন ব্যাংক। আজ কেক কেটে জন্মদিন পালন ও সবাইকে মিষ্টি মুখ করানো হলো। সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে আমাদের এই ব্যাংক”।

Leave a Reply