মলয় দে নদীয়া :-১৫ই আগস্ট এখনো চার দিন বাকি! যদিও স্বাধীনতা র ৭৫ বছরের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরঘর তিরাঙ্গা কর্মসূচি র পালনের উদ্দেশ্যে এবার ১৩ তারিখ থেকেই পতাকা ওড়ানোর বার্তা দিয়েছেন।
তবে আরও একধাপ এগিয়ে গিয়েছেন নদীয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গত পৌরসভার সিপিআইএম প্রার্থী পেশায় শিক্ষক শ্যামলশাউ। তিনি তার এক ইউটিউবার বন্ধুর জন্য স্থানীয় একটি স্কুল মাঠে পতাকা উত্তোলন করেন। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ওই এলাকার অধিবাসীদের মধ্যে। এলাকার প্রবল চাপের মধ্যে তিনি পতাকা নামাতে বাধ্য হন, এলাকাবাসী বলেন একজন শিক্ষকের কাছ থেকে অবহেলায় জাতীয় পতাকা এবং নেতাজীর মূর্তি বৃষ্টির মধ্যে ভেজানো এবং ব্যবসায়িক স্বার্থে পতাকা তোলা আশা করা যায় না। যদিও শ্যামলবাবু এর পিছনে কোনো অন্যায় দেখছেন না, তিনি সাধারণ মানুষের কাছে জাতীয় পতাকা আরো গুরুত্ব বাড়াতে ইউটিউবে ভিডিও মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। পেশায় শিক্ষক হওয়ার কারণে আজ ছুটিকে কাজে লাগিয়েছেন তিনি।
যদিও ওই এলাকার তৃণমূল কর্মীরা প্রতিবাদে সরব হয়েছেন তাদের দাবি ওই শিক্ষক জাতীয় পতাকা নিয়ে ইউটিউব এর ব্যবসায় মেতেছেন, গত পৌর নির্বাচনে তৃণমূল প্রার্থীকে হারাতে বিজেপির সঙ্গে মাখামাখির ফলেই এই অতি দেশত্ববোধ জেগেছে। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন তারা।