দেবু সিংহ, মালদা :মালদা-নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশন-এর ৭তম জেলা সম্মেলন হয়ে গেল রবিবার। মালদা গার্লস হাই স্কুলে ১০ দফা দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়। এনআরসি, সিএএ-র বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের পাশে কীভাবে থাকা যায়, দাবি-দাওয়ার মধ্যে অন্যতম।
সিপিএম অধীনস্থ এই সংগঠনের সম্পাদক প্রদীপ চক্রবর্তী বলেন,‘আমাদের বিভিন্ন দাবি দাওয়ার মধ্যে অন্যতম শিল্পকে রক্ষা করা। যাঁরা চুক্তি ভিত্তিক কাজ করছেন, তাঁদের অবিলম্বে স্থায়ী করতে হবে। ২১ হাজার টাকা বেতন করতে হবে। কাজের সমহারে বেতন দিতে হবে। এমনকী ১০ হাজার টাকা পেনশন চাল করার ব্যাপারে আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করা হল এদিন।’