বিদ্যালয়ে পরিবেশ সচেতনতামূলক প্রচারে কৃষ্ণনগর পরিবেশ বন্ধু

Social

প্রীতম ভট্টাচার্য:বিগত কয়েক সপ্তাহ ধরে পরিবেশ বন্ধুর সদস্যরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা প্রচার করছেন। এবারের গন্তব্য ছিল অক্ষয় বিদ্যাপীঠ। ৪ঠা আগস্ট ২০২২ (বৃহস্পতিবার), ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র পক্ষ থেকে কৃষ্ণনগরের অক্ষয় বিদ্যাপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সচেতনতামূলক প্রচারাভিযানে যাওয়া হয়েছিল। বিভিন্ন সময়ে নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান অক্ষয় বিদ্যাপীঠ আজ ঘুরে দাঁড়িয়েছে। অক্ষয় বিদ্যাপীঠ উচ্চ বালিকা বিদ্যালয় ইতিমধ্যে শহরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে নিজের স্বতন্ত্রতা ব্যক্ত করতে পেরেছে।

১৯৩৭ সাল থেকে অক্ষয় বিদ্যাপীঠ তার পথ চলা শুরু করেছে। আর মাত্র দেড় দশক পরেই এই শিক্ষা প্রতিষ্ঠান তার শতবর্ষে পদার্পণ করবে। কৃষ্ণনগরের পরিবেশ সংগঠন ‘কৃষ্ণনগর পরিবেশ বন্ধু’-র সদস্যরা অক্ষয় বিদ্যাপীঠের শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতার পাঠ দিতে গিয়ে অনুধাবন করেন যে, ইতিমধ্যে সেখানকার শিক্ষার্থীরা যথেষ্ট পরিবেশ সচেতন। পরিবেশ বন্ধুর সদস্যরা স্কুলের শিক্ষার্থীদের সাথে পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতা করেন। প্রধান শিক্ষিকা সাগরিকা দাশগুপ্ত-সহ স্কুলের অন্যান্য শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীবৃন্দরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ভাবনা নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক বলাইচন্দ্র দাশ, তরুণকুমার সাহা, মমতা বিশ্বাস এবং অধ্যাপক দীপাঞ্জন দে।

স্কুলে স্কুলে কৃষ্ণনগর পরিবেশ বন্ধুর সদস্যরা যে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছেন, তার প্রধান উদ্দেশ্যই হল শিক্ষার্থীদের পরিবেশ ভাবনাকে সঠিকভাবে পরিস্ফুটিত করে তোলা। ইতিমধ্যে যার ইতিবাচক সাড়াও মিলেছে। কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা যেমন তাদের স্কুলের মাস্টারমশাই, দিদিমণিদের নেতৃত্বে এবং পরিবেশ বন্ধুদের সহযোগিতায় ইকো ব্রিক, কাগজের ব্যাগ প্রভৃতি তৈরি করার প্রকল্প গ্রহণ করেছে। পরিবেশ বন্ধু দীপাঞ্জন দে স্কুলগুলিতে তাদের পরিবেশ সচেতনতামূলক অভিযান প্রসঙ্গে বলেন যে, আমরা আশা করছি এই ধারাবাহিক অভিযানগুলির ফলে আগামী দিনে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে হাত মেলাবে এবং দূষণমুক্ত পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে।

Leave a Reply