পরীক্ষা চলাকালীন অসুস্থ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র !

Social

দেবু সিংহ,মালদা: পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। অচৈতন্য অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে ওই ছাত্রের নাম সাজিরুল শেখ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এম এ আরাবিক দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সাজিরুল। জানা যায় বুধবার পরীক্ষা চলাকালীন প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্র। এরপর অচৈতন্য অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে তড়িঘড়ি অবস্থায় মালদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে ওই ছাত্রের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এদিন পরীক্ষা দিতে পারিনি সে। তবে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সূত্রে খবর যারা কোভিড আক্রান্ত হচ্ছেন অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারছেন না নির্ধারিত একটি সময় ঠিক করা হবে। নির্ধারিত সেই দিনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে তাদের।

Leave a Reply