ইদুজ্জোহা উৎসব উপলক্ষ্যে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকে নামাজ পাঠের আয়োজন

Social

দেবু সিংহ,মালদা : গোটা দেশের সঙ্গে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো ইদুজ্জোহা উৎসব । সকাল সকাল বিভিন্ন মসজিদ প্রাঙ্গণ এলাকায় নামাজ পাঠের মাধ্যমে এই উৎসব পালন করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা ।

রবিবার সকালে মালদা শহরের হায়দারপুর এলাকায় মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকে নামাজ পাঠের আয়োজন করা হয় । সেখানে শুধুমাত্র মহিলারাই নামাজ পাঠে অংশ নিয়েছিলেন । সকলের মঙ্গল কামনায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও দোয়া করেন মুসলিম ধর্মপ্রাণ মহিলারা। এই নামাজ পাঠের পর ওই কমিটির পক্ষ থেকে সকল মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানানো হয়। এবং করোনা মহামারী যাতে গোটা দেশ থেকে নির্মূল হতে পারে সেই কথাও ওই মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকেও জানানো হয়। নামাজ পাঠের পর একে অপরকে শুভেচ্ছা জানান মুসলিম মহিলারা।

Leave a Reply