দীর্ঘদিন ছত্রিশগড়ের কয়লা খনিতে কাজ করা নদীয়ার শান্তিপুরের বাসিন্দাকে খুনের অভিযোগ

Social

মলয় দে নদীয়া:-কর্মসূত্রে নিজের পরিবার, বাসস্থান ছেড়ে অনেকেই জীবন বাজি রেখে বিভিন্ন রাজ্যে কাজ করতে যান, সংসারের মঙ্গলার্থে। কিন্তু কতটুকু থাকে তাদের নিরাপদ জীবন??

নদীয়া জেলার শান্তিপুরের মহেশখাগী লেনের বাসিন্দা ৫৮ বছর বয়স্ক স্বপন ভবানী বিগত ৩০ বছর যাবৎ কাজ করে আসছেন ছত্রিশগড় বিরামপুরে গায়ত্রী মাইনসে। বছরে দুবার শান্তিপুরের বাড়িতে আসেন। গত ৫ই জানুয়ারি রবিবার রাতে বারোটার পর ডিউটি অবস্থায় হঠাৎ কারেন্ট অফ হয়ে যায়, ইলেকট্রিক বিভাগের সুইচ অপারেটরে কাজ করায় তিনি সেটি পর্যবেক্ষণের বেরোলে ৫০-৬০ জনের সশস্ত্র এক বাহিনী ঝাঁপিয়ে পড়ে আক্রমণের উদ্দেশ্যে।
স্ত্রী ও দুই পুত্র র পক্ষ থেকে জানানো হয়, “এই বর্বোরোচিত আক্রমণ হয়তো সৎ ভাবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসার জন্যই”। এ ধরনের ঘৃণ্য অপরাধীদের শাস্তির দাবি জানান পরিবার।
ছত্রিশগড়ের বিশ্রামপুর স্থানীয় থানায় সেদিনই একটি অভিযোগ হওয়ায় নতুন করে আর শান্তিপুর থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। আজ দুপুর দুটো নাগাদ মরদেহ কফিন বন্দী অবস্থায় বাড়ি ফিরলে,সেটি সৎকারের জন্য শান্তিপুর মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন থেকে কাজ করে আসা বেসরকারি সংস্থার সাথে তাদের পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। এবং সংস্কার উপরে পূর্ণ বিশ্বাস আছে।

Leave a Reply