সার্ভে করে প্রান্তিক মানুষের সাহায্যে ওয়েবস্টার

Social

নিউজ সোশ্যাল বার্তা: করোনার ভাইরাসের ভয়াল আক্রমণে পৃথিবীর বেশির ভাগ দেশ বতর্মানে শঙ্কিত। নাগরিক সমাজকে রক্ষা করতে বিভিন্ন দেশে চলছে লক ডাউন । ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও চলছে লকডাউন । লক ডাউনের ফলে অনেক মানুষের জীবিকা পরিবর্তিত হচ্ছে । দিনা দিন খাওয়া সহায়-সম্বলহীন মানুষগুলো সমস্যার সম্মুখীন হয়েছে ।

এইসব প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে এসেছে নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েবস্টার । বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সংস্থাটির সদস্যবৃন্দ । এ প্রসঙ্গে উল্লেখযোগ্য সংস্থাটি তেহট্টের সীমান্তবর্তী গ্রাম রামচন্দ্রপুর সরদারপাড়ায় সারা বছর ধরে শিক্ষার্থীদের সাহায্য করে চলেছে। কখনো কল্যাণী, কখনো তেহট্ট সদস্যরা খবর পাওয়ার পরেই সার্ভে করে প্রকৃত যাদের সাহায্য পাওয়া দরকার তাদের কাছে পৌঁছে যাচ্ছে তারা। ওয়েবস্টার তেহট্ট টিম এর পক্ষ থেকে তন্ময় বিশ্বাস বলেন, “আমদের শ্যামপুর টিম, কৃষ্ণ নগর টিম এর কাজ অনেক আগে থেকেই চলছে, গত কাল শুরু হয়েছে কল্যাণী হরিজন পাড়া তে। আর আজ আমরা শুরু করলাম তেহট্ট তে। আমরা একটু সার্ভে বেসড্ কাজ করেছি, করবও, যাতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন, তাঁরাই যেনো আমাদের উপহার এর ভালোবাসা পান। এখানে আজ প্রায় আমরা ২০ টি পরিবারের প্রায় ৭০ জন মানুষের জন্যে উপহার দিতে পেরেছি। সারা বছর এর মত এই কঠিন সময়ও আমাদের কাজ গুলো একই ভাবে চলতে থাকবে। ”

এখনও পর্যন্ত প্রায় ৫৫০ টি পরিবারের হাতে উপহার স্বরূপ প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দিতে পেরেছে সংস্থাটি ।

Leave a Reply