বজ্রপাতে মৃত শম্পা মন্ডলের বাড়িতে বিধায়ক

Social

সোশ্যাল বার্তা:  গত পরশু বিকেল ৫ টা নাগাদ প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মৃত্যু হয় পূর্ব মেদিনীপুর এর ময়না থানার গোড়ামহল গ্রামের বাসিন্দা শম্পা মন্ডলের (২৬). নিজের বাড়িতে পানের বরোজ এর কাছে ত্রিপল ঢাকা দিতে গিয়ে আচমকা বাজ পড়ে, তখনই মৃত্যু হয় তাঁর।

আজ এলাকার বিধায়ক অশোক দিন্দা ছুটে যান শম্পার বাড়িতে। পরিবারের সাথে দেখা করেন। পাশাপাশি সবরকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও শম্পার সন্তানদের পড়াশুনোর ব্যবস্থাও তিনি করবেন বলে জানান।

Leave a Reply