রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠছে চন্দ্রকোনার ঐতিহ্যবাহী রথ

Social

রমিত সরকার: পূর্ব মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের নয়াগঞ্জ বড় অস্থলে গিয়ে রথ যাত্রার পরিস্থিতি খতিয়ে দেখলেন চন্দ্রকোনার পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র।

শনিবার রথ যাত্রার পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত জনগণ ও পৌরসভার চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন বড়অস্থলের মহারাজ সৌমেন দাস রামানুজ। চন্দ্রকোনার ঐতিহ্যবাহী পুরানো রথ নতুন করে সেজে উঠছে রথযাত্রাকে কেন্দ্র করে। রথটি বিবর্ণ হয়ে গিয়েছিল তাই তার নতুন করে রং করা হচ্ছে। রথটি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার পাশে পরিষ্কার-পরিচ্ছন্ন আছে কিনা। সমস্ত কিছুটা খতিয়ে দেখছেন চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান।

চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান জানান গত দু’বছর করোনার জন্য চন্দ্রকোনার ঐতিহ্যবাহী রথকে কেন্দ্র করে মেলা সমস্তটাই বন্ধ ছিল। মানুষের মধ্যে একটা মন খারাপ দেখা গিয়েছিল। সমস্ত কিছুকে কাটিয়ে এ বছর মানুষের উত্তেজনা উন্মাদনা তুঙ্গে রথের মেলাকে কেন্দ্র করে। তাই আগেভাগে পুরো বিষয়টা সুষ্ঠুভাবে সামাল দেয়ার জন্য তিনি সমস্ত দিক খতিয়ে দেখার জন্যই আজ পরিদর্শনে এসেছেন। চন্দ্রকোনা ২ নম্বর ওয়ার্ড থেকে রথটি টেনে নিয়ে ৩ নম্বর ওয়ার্ড ঠাকুরবাড়িতে নিয়ে যাওয়া হয় ওখানেই ১০ দিনব্যাপী রথের মেলা হয়। পুনরায় আবার রথ টেনে নয়াগঞ্জে নিয়ে আসা হয়।

Leave a Reply