দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে বিদ্যালয় খোলার জোর প্রস্তুতি, নির্দেশিকা মেনে ২৭শে জুন তারিখ থেকে শুরু পঠনপাঠন

Social

মলয় দে নদীয়া :- দু’বছর যাবৎ কাল করোনা পরিস্থিতি কাটিয়ে উঠার পর, বিদ্যালয়গুলি খুললেও, তীব্র দাবদাহের ফলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষিত হয় ১৫ই জুন পর্যন্ত, পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা দপ্তর ছুটি বাড়িয়ে ২৬ শে জুন পর্যন্ত করে দেয়। তা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী ২৭ তারিখ থেকে রাজ্যে খুলছে সমস্ত প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি।

যদিও বর্ধিত গ্রীষ্মকালীন ছুটির বিষয়ে বেসরকারি প্রাইভেট স্কুল গুলিকে কোন নির্দেশ না পাঠানোর কারণে গত ১৫ই জুন এর পর থেকে অনেকেই খুলেছিলেন বিদ্যালয়। তবে পঠন-পাঠনের কাজ শুরু না হলেও প্রজেক্ট এর বিভিন্ন কাজকর্ম করা হচ্ছিল জানা গেছে বেসরকারি বিদ্যালয় গুলি সূত্রে।

যেহেতু করোনা পরিস্থিতি আবারও উদ্বেগজনক তাই, বিদ্যালয় গুলি খোলার বিষয়ে শিক্ষা দপ্তর থেকে রয়েছে একাধিক নির্দেশাবলী। স্কুল খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্যানেটাইজ করতে বলা হয়েছে পাশাপাশি স্কুল পরিচালনার ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলা। স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের অবশ্যই কোভিড টিকা নেওয়া আবশ্যিক করা হয়েছে সঙ্গে স্কুলে সবাইকে মাস্ক ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে। কোভিডের পাশাপাশি ডেঙ্গু ম্যালেরিয়া প্রকোপ থেকে ও ছাত্রছাত্রী তথা স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের বাঁচাতে সবরকম ব্যবস্থা নিতে বলা হয়েছে।স্কূলের কোথাও যাতে জল না জমে সে ব্যাপারে সচেতন করা হয়েছে জেলা শিক্ষা আধিকারিকরা মারফতে সমস্ত বিদ্যালয় নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার যাবতীয় প্রস্তুতি সেরে স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে তবে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে সোমবার থেকেই।

ইতিমধ্যেই সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছে বিভিন্ন বিদ্যালয় গুলি, তাই অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক-শিক্ষিকাদের দেখা গেলো না। কিছু বিদ্যালয় বাকি দুদিনের মধ্যে সমস্ত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

Leave a Reply