মলয় দে নদীয়া:-নদীয়ার মায়াপুরের ঘি ব্যবসায়ী খুনের মামলায় সিআইডি হাতে গ্রেপ্তার ২ , ধৃত দুইজনের নাম সুনীল হালদার এবং লাল্টু ঘোষ ।
গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয় মায়াপুর থেকে ।আজ তাদের নবদ্বীপ আদালতে পেশ করলেন সিআইডি।
প্রসঙ্গত গত ২ ফেব্রুয়ারি ২০২১ মায়াপুরের একটি আবাসন থেকে উদ্ধার হয় রসিক শেখর দাস নামক এক ঘি ব্যবসায়ীর দেহ।৪ টে গুলি তাকে পয়েন্ট রেঞ্জ থেকে করা হয়েছিল বলে পুলিশ সুত্রে জানা যায়।প্রতিবেশীরা তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ।পরে নবদ্বীপ থানার পুলিশ সেখানে পৌঁছে দেহটিকে উদ্ধার করে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে এবং পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ।
পরে ঘটনার তদন্তের ভার নেয় সি আই ডি,
তার প্রায় দীর্ঘ ১৬মাস পর গতকাল রাতে সিআইডি
লাল্টু ঘোষ ও সুনীল হালদার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
জানা যায় লাল্টু ঘোষ মায়াপুর ল্যান্ড বিভাগে সিকিউরিটি র কাজ করতো। তার বাড়ি মায়াপুর শ্রীনাথ পুর এলাকায়।আজ নবদ্বীপ আদালত ধৃতদের ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয়।