নদিয়ায় অনুষ্ঠিত হলো সারা বাংলা হকি প্রতিযোগিতা ২০২২

Social

সোশ্যাল বার্তা : নদিয়া জেলা হকি এ্যাসোসিয়েশনের উদ্যোগে নতুন শম্ভুনগর ময়দান ১০,১১,১২ই শে জুন তিন দিন আয়োজিত হয়ে গেল সারা বাংলা সিনিয়র পুরুষ ও মহিলা বিভাগের হকি প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে অংশগ্রহণ করে আটটি দল। ১ম খেলা- হকি ট্রেনিং সেন্টার. হাওড়া বনাম বিএসএফ নদিয়া । হকি ট্রেনিং সেন্টার হাওড়া ৩/০গোলে পরাজিত করে বিএসএফ দলকে।
২য় খেলা- শাসন হকি একাডেমী, দক্ষিণ ২৪ পরগনা বনাম ভবানীপুর হকি একাডেমি, কলকাতা । খেলা ৩/৩ গোলে অমিমাংসিত থাকে। ট্রাইব্রেকারে শাসন হকি একাদেমি ৩/১গোলে জয়ী হয়।
৩য় খেলা- নদিয়া হকি বনাম হাওড়া ইউনিয়ন, কলকাতা। নদিয়া ৪/১ গোলে পরাজিত করে হাওড়া ইউনিয়ন কে।
৪র্থ খেলা- রিষড়া ক্লাব, হুগলি বনাম কৃষ্ণনগর হকি একাডেমী। কৃষ্ণনগর আকাদেমি ৩/২গোলে জয়ী হয়।

সেমিফাইনাল:
প্রথম সেমিফাইনাল- হকি ট্রেনিং সেন্টার, হাওড়া বনাম নদিয়া হকি। নদিয়া হকি ৩/২ গোলে হকি ট্রেনিং সেন্টার, হাওড়া কে হারিয়ে ফাইনালে পৌঁছায়।

দ্বিতীয় সেমিফাইনাল- শাসন হকি একাদেমি, দক্ষিণ চব্বিশ পরগনা বনাম কৃষ্ণনগর হকি আকাদেমি, নদিয়া। শাসন হকি একাদেমি ৪/০ গোলে জয়ী হয়ে ফাইনালে পৌঁছায়।

ফাইনাল: ফাইনালে শাসন হকি একাদেমি, দক্ষিণ চব্বিশ পরগনা ৬/৫ গোলে নদীয়া কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

মহিলা বিভাগে অংশ নেয় আটটি দল।

১ম খেলা- নদিয়া হকি বনাম শাইনিং কলকাতা। নদিয়া ৯/০ গোলে জয়লাভ করে।
২য় খেলা- রঙ্গনাথপুর ইউনিয়ন বনাম শাসন হকি একাডেমী। রঙ্গনাথপুর ৯/০ গোলে জয়লাভ করে।

প্রথম সেমিফাইনাল- নদিয়া বনাম রঙ্গনাথপুর। রঙ্গনাথপুর ৩/২ গোলে নদিয়াকে হারিয়ে ফাইনালে উঠলো।
৩য় খেলায় – জাগৃহী বনাম দি রিষড়া ক্লাব । জাগৃহী ৪/১ গোলে জয়লাভ করে।
৪র্থ খেলা কৃষ্ণনগর হকি একাডেমী বনাম ঝাপানডাঙ্গা বর্ধমান। ঝাপানডাঙ্গা ২/১ গোলে জয়লাভ করে।
দ্বিতীয় সেমিফাইনাল জাগৃহী ৩/২ গোলে ঝাপানডাঙ্গাকে হারিয়ে ফাইনালে যায়।

ফাইনালে জাগৃহী ও রঙ্গনাথপুর পুরের খেলা ৩/৩ ড্র হয়। ট্রাইবেকারেও ড্র হলে সাডেন ডেথে খেলার মিমাংসা হয়। জাগৃহী চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরুষ এবং মহিলা দুটি বিভাগেই চ্যাম্পিয়ন দলকে ৫০০০ টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে ৩০০০ টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।

ফাইনালে জেলার বিশিষ্ট প্রাক্তন হকি খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, হকি বেঙ্গল ডক্টর খালিদ হোসেন। ফাইনালে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply