নদীয়ায় গুণীজনদের সংবর্ধনা করার মধ্য দিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সংকল্পের

Social

মলয় দে নদীয়া:- কয়েকজন বন্ধু মিলে শুরু হয়েছিল পথ চলা। যার প্রধান স্থপতি ছিলেন কুশল প্রামানিক। গড়ে তুলেছিলেন সামাজিক সংগঠন শান্তিপুর সংকল্প। সমাজে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের দৃঢ় সংকল্প নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে গতকাল ২৯ শে মে ২০২২ চতুর্থ বর্ষ উদযাপন উপলক্ষে নদীয়ার শান্তিপুরের শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হলো এক মহতী অনুষ্ঠান।

সকাল থেকে অংকন আবৃত্তি প্রতিযোগিতা এবং সন্ধ্যায় নৃত্য সঙ্গীত বাদ্যযন্ত্র সমন্বয়ে এক সুন্দর অনুষ্ঠান এর সাক্ষী থাকলো শান্তিপুর বাসী। শান্তিপুর পৌরসভার পৌর পতি সুব্রত ঘোষ উপ পৌরপতি কৌশিক প্রামানিক চেয়ারম্যান ইন কাউন্সিলর সদস্য শুভজিৎ দে সহ উপস্থিত ছিলেন একাধিক গুণীজন। শান্তিপুর তথা জেলার নানা প্রান্ত থেকে সারা বছর ধরে সমাজের জন্য কাজে ব্রতী সামাজিক সংগঠনের সদস্যসহ হাজির হয়েছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন বেশকিছু মানুষ জন যারা শারীরিক নানা প্রতিবন্ধকতা কে প্রতিমুহূর্তে মনের জোরে বিকশিত করে চলেছেন তাদের প্রতিভা এবং চালিয়ে যাচ্ছেন অদম্য জীবন যুদ্ধ।

সামাজিক সংগঠন থেকে শুরু করে সেই সমস্ত মানুষদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন ছিল শান্তিপুর সংকল্পের চতুর্থ বর্ষের উল্লেখযোগ্য কর্মসূচী। জীবন যোদ্ধা রক্তযোদ্ধা এবং সমাজ বন্ধুদের সমন্বয়ে যেন এক টুকরো চাঁদের হাট প্রত্যক্ষ করলেন অগণিত দর্শক বৃন্দ। সন্ধ্যাবেলায় আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারী দের পুরস্কৃত করা হয়। রিকশা চালিয়ে লাদাখ পাড়ি দেওয়া সত্যেন্ দাস যেমন ছিলেন তেমনি ছিলেন সম্পূর্ণভাবে দৃষ্টিহীন সাইকেল দোকানদার কৃষ্ণধন সরকার দুর্ঘটনায় একটি হাত বাদ যাওয়ার পর ওপর হাত দিয়ে অসাধারণ ছবি আঁকা বিশ্বজিৎ প্রামানিক, ক্যান্সারের একটি পা বাদ যাওয়ার পরেও প্রতিবন্ধীদের নিয়ে গড়ে তোলা সংগঠক সুজন দত্ত সহ একাধিক গুণীজন। প্রত্যেকেই সম্মানিত হয়ে যথেষ্ট খুশি বলে জানান। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রধান কুশল প্রামানিক।

Leave a Reply