আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাক চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

Social

দেবু সিংহ,মালদা: স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ফর ইনোভেটিভ রুরাল ডেভলপমেন্ট এর উদ্যোগে ও ভারত সরকারের ভূতল পরিবহন বিভাগের আর্থিক সহায়তায় শনিবার  ইংরেজবাজার থানার সুশতানি মোরে অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির উপস্থিত ছিলেন বি ডি ও সহ অন্যান্যরা।

ইন্দো বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে চলাচল কারী লরি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শনিবার সকালে ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্তা সহ ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

মালদহের মহদীপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত। দিনে অন্তত ৩০০ থেকে ৪০০টি পণ্যবাহী লরি এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচল করে । সেক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচলকারী চালকদের সুবিধার জন্য এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়।

Leave a Reply