৫ মে থেকে ৫ ই জুন সারা রাজ্যে দমকল বাহিনীর বিশেষ কর্মসূচি

Social

মলয় দে নদীয়া:- বাজার এলাকায় প্রশিক্ষণ সহকারে অগ্নিনিরাপত্তা সচেতনতা প্রচার শুরু দমকল বাহিনীর।

৫ মে থেকে ৫ ই জুন সারা রাজ্যে দমকল বাহিনীর বিশেষ অভিযানে চলছে অগ্নিনিরাপত্তা সচেতনতা প্রচার। সেইমতো নদীয়াজেলা ফুলিয়া মার্কেট ডেভলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিঃ অর্থাৎ সমবায় বাজার থেকে সচেতনতা শিবির এর আয়োজন করে আজ। এই শিবিরের সহযোগিতা করতে আসেন শান্তিপুর অগ্নিনির্বাপক কেন্দ্রের আধিকারিকরা।

এই কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক সুদর্শন চক্র বর্তী সহ দমকল বাহিনীর অন্যান্য সদস্যরা ফুলিয়া সমবায় বাজারের দ্বি তলে অনুষ্ঠিত এই শিবিরে আগুন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এবং সতর্কতা নিয়ে বিশদ আলোচনা করেন। সোসাইটি সম্পাদক মানিক দে অন্যান্য বোর্ড সদস্যরাসহ উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ীরা।

আগুন সম্পর্কিত ব্যবসায়ীরা যেমন মিষ্টির দোকান চায়ের দোকান হোটেল-রেস্টুরেন্ট জুয়েলারি কাপড়ের দোকান সহ অন্যান্য দোকানদাররা শিবিরে উপস্থিত হয়ে বক্তব্য শোনেন। ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দমকলের আধিকারিকরা। দোকানে অগ্নিনির্বাপক হিসাবে কি ব্যবস্থা নেবেন অথবা আগুন লাগলে কিভাবে মোকাবিলা করবেন সে বিষয়ে জানান অগ্নিনির্বাপক কেন্দ্রের কর্মীরা।

পরে পাইকারি বাজারের মধ্যে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শেখান দমকল কর্মীরা। এই ব্যবস্থাপনায় ব্যবসায়ীরা সোসাইটি ও দমকল আধিকারিকদের প্রশংসা করেন।

Leave a Reply