মলয় দে নদীয়া:-আজ হালিশহর মল্লিক বাজার হাই স্কুল প্রাঙ্গণে সবুজ সংঘ ফুটবল খেলার মাঠে সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাক্ষী হয়ে থাকল হাজার হাজার মানুষ। আয়োজক সংস্থা হালিশহর রামপ্রসাদ ডিজাবেল ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ স্পেশাল অলিম্পিক টিম ৮০ জন বিভিন্ন ভাবে সক্ষম ছেলেমেয়েদের মধ্যে দৌড়, হাঁটা, হুইল চেয়ার রেস, মেমোরি গেম, শর্টপুট, কমলালেবু দৌড়, সহ নানা বিষয় শুধু প্রথম দ্বিতীয় তৃতীয় নয় প্রত্যেক অংশগ্রহণকারীকে পুরস্কার দিয়ে সংগঠিত করা হলো।
উপস্থিত ছিলেন, হালিশহর মিউনিসিপ্যালিটি প্রাক্তন চেয়ারম্যান শিক্ষাবিদ ড. রবীন্দ্রনাথ মুখার্জী, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ মিত্র, মৃত্যুঞ্জয় দাস তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দীপক দাস প্রাক্তন ফুটবলার কলকাতা পুলিশ ফুটবল টিম তথা সম্পাদক হালিশহর সবুজ সংঘ,সৈকত দেব সম্পাদক হালিশহর রামপ্রসাদ ডিজাবেল ফাউন্ডেশন।
সৈকত বাবু জানান, আর্থিক কারণে এ ধরনের বেশ কিছু বিষয় ব্যবস্থা থাকা সত্বেও, অর্থাভাবে আয়োজন করতে অক্ষম হই আমরা। তবে অভিভাবকদের আগ্রহ, কিছু ব্যক্তিগত ভাবে সহযোগিতার জন্য আমরা হাসি ফোটাতে পেরেছি ৮০ জন ছেলে-মেয়ের মধ্যে। এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় দের ন্যাশনাল ডিজাবেল গেমস অনুষ্ঠান দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আগামীতে বিশেষ অলিম্পিকে স্থান পেতে পারে। সোদপুর থেকে বিশেষ চাহিদা সম্পন্ন সংগঠন চলো পাল্টাই থেকে বেশ কিছু অংশগ্রহণকারীকে হাজির করেছিলেন এই অনুষ্ঠানে।