মলয় দে নদীয়া:-চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত নদীয়ার নবদ্বীপ মায়াপুরের ওপর দিয়ে বাহিত গঙ্গার ঘাটে গতকাল সন্ধ্যায় প্রভুপাদ ঘাট নির্মাণের ভূমি পুজো হল। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নমামী গঙ্গে প্রকল্পে কেন্দ্রীয় সরকার এই কাজে ১৫ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। তীর্থযাত্রীদের জন্য আধুনিক গঙ্গার ঘাট নির্মাণ সহ ৭৫ মিটার গঙ্গার পাড় বাঁধানো,পাড়ের সৌন্দর্যয়ানের কাজ হবে।এ কাজ আগামী দু বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।ফলে গঙ্গায় স্নান করতে আসা পুণ্যার্থীদের বিশেষ সুবিধা হবে।