নদীয়ার শান্তিপুরে ট্যালেন্ট সার্চ অর্গানাইজেশনের সাংস্কৃতিক মেধা অন্বেষণ কর্মসূচি  

Social

মলয় দে নদীয়া:- ট্যালেন্ট সার্চ অর্গানাইজেশন এর‌ উদ্যোগে আজ শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে ১৪ ই মে, শনিবার অংকন প্রতিযোগিতা এবং রবীন্দ্র সঙ্গীত এবং-নজরুল গীতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো তিন শতাধিক খুদে শিল্পীরা।

আগামীকাল রবিবারেও আজকের মতন সারাদিনব্যাপী চলবে আবৃত্তি এবং নৃত্য প্রতিযোগিতা। এছাড়াও থাকছে ১৫ ই মে‌ পুরস্কার বিতরণী সাথে অর্কেষ্টা সহযোগে সঙ্গীতানুষ্ঠান, কোরাস নৃত্য । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌরপতি সুব্রত ঘোষ মহাশয়,উপ পৌরপতি কৌশিক প্রামাণিক মহাশয়,, বাগআঁচড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী দুর্গেশানন্দ এছাড়াও অন্যান্য বিশিষ্ট জন।

সংস্থার পক্ষ থেকে চারটি বিষয় প্রতিটিতে তিনটি বা চারটি বিভাগে মোট পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে বলে জানা গেছে। বিভিন্ন বিষয়ে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদের উপযুক্ত যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়া এবং পাশে থাকার অঙ্গীকার করেন। সংস্থার পক্ষ থেকে বিভিন্ন রকম সামাজিক দায়িত্ব পূরণের কাজকর্ম করার সাথে শিশুদের সংস্কৃতিপ্রবণ করে তোলার বিভিন্ন সহযোগিতা করা হয় বলে দাবি করা হয়েছে।

তবে দীর্ঘদিন করো না পরিস্থিতির মধ্যে বন্ধ স্কুল এবং পরবর্তীতে লম্বা গরমের ছুটিতে গৃহবন্দি থাকা শিশুদের মধ্যে ব্যাপক উচ্ছাস ও উদ্দীপনা দেখা যায়। অভিভাবকরাও জানাচ্ছেন এ ধরনের উদ্যোগ এখন অনেকটাই কমে গেছে বিশেষ করে রবীন্দ্র সংগীত বা নজরুল গীতি প্রতিযোগিতা একেবারে হয় না বললেই চলে। তাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তারা অনেকটা উৎসাহ পেয়েছে।

Leave a Reply