নদীয়ার শান্তিপুরে ট্যালেন্ট সার্চ অর্গানাইজেশনের সাংস্কৃতিক মেধা অন্বেষণ কর্মসূচি  

মলয় দে নদীয়া:- ট্যালেন্ট সার্চ অর্গানাইজেশন এর‌ উদ্যোগে আজ শান্তিপুর পাবলিক লাইব্রেরী হলে ১৪ ই মে, শনিবার অংকন প্রতিযোগিতা এবং রবীন্দ্র সঙ্গীত এবং-নজরুল গীতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো তিন শতাধিক খুদে শিল্পীরা। আগামীকাল রবিবারেও আজকের মতন সারাদিনব্যাপী চলবে আবৃত্তি এবং নৃত্য প্রতিযোগিতা। এছাড়াও থাকছে ১৫ ই মে‌ পুরস্কার বিতরণী সাথে অর্কেষ্টা সহযোগে সঙ্গীতানুষ্ঠান, কোরাস নৃত্য । […]

Continue Reading