দেবু সিংহ,মালদা:- সাইবার ক্রাইম বিষয়ের উপর বৃহস্পতিবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওপিডি বিভাগের রুমে মহিলা স্বাস্থ্যকর্মীদের নিয়ে সচেতনতা করতে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
জেলা স্বাস্থ্য দপ্তর ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলেন মহিলা স্বাস্থ্যকর্মীরা। এই প্রসঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমও এইচ ৩ ডাক্তার সব্যসাচী চক্রবর্তী জানান, স্বাস্থ্যকর্মীরা যেমন বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষকে কাউন্সেলিং করেন ঠিক তেমনি সাইবারক্রাইমের বিষয় নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষকেও কাউন্সেলিং করবে মালদা জেলার বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রের অন্বেষা ক্লিনিক রয়েছে এসব ক্লিনিকে মোট ১৬ জন কাউন্সিলর রয়েছে এছাড়াও পরিবারের পরিকল্পনা বিভাগের তিনজন মহিলা কাউন্সিলর রয়েছেন তাদের কাছে অনেক মানুষ আছে আসেন সেই সব মানুষদের যাতে কোনরকম সাইবার ক্রাইমের পড়তে না হয় সেসব বিষয় নিয়েই আজকের এই সাইবার ক্রাইম বিষয় নিয়ে সচেতনতা শিবির করা হলো।