দেবু সিংহ,মালদা: বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় তদন্তের জন্য এবার মালদায় এলেন মুর্শিদাবাদ জেলা পুলিশের চার সদস্যের এক তদন্তকারী দল।
মঙ্গলবার সন্ধায় মৃত ছাত্রীর বাবা স্বাধীন চৌধুরীকে নিয়ে ইংরেজবাজারের এয়ারভিউ কমপ্লেক্সে যায় তদন্তকারী দলটি। প্রায় ঘন্টা খানেক ধরে মৃত ছাত্রীর বাড়িতে থেকে বেশ কিছু নথি তদন্তকারী দলটি সংগ্রহ করে বলে জানা গেছে। মৃত ছাত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত নথি এবং ছবিও তারা সংগ্রহ করে বলে খবর। তদন্তের স্বার্থে পুলিশ কিছু বলতে চায়নি। এখনও পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মৃতার বাবা স্বাধীন চৌধুরী।