দেবুসিংহ,মালদা: আদিবাসীদের সাঁওতালি ভাষার প্রতিষ্ঠাতা পন্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধাঞ্জলি জানালো আদিবাসী সাঁওতাল সিঙ্গেল অভিযান কমিটির সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে গাজোল ব্লকের বিদ্রোহী মোড় এলাকায় পন্ডিত রঘুনাথ মুর্মুর ছবিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান আদিবাসীদের ওই সংগঠনের সদস্যরা ।
উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি মোহন হাঁসদা সহ অন্যান্যরা। ১৯০৫ সালে আদিবাসীদের অলচিকি ভাষার প্রতিষ্ঠা করেন তিনি।