মলয় দে নদীয়া:- কারখানা হোক বা হাসপাতাল শপিং মল হোক বা অন্য কিছু যেকোনো ধরনেরই উন্নয়নে স্থানীয়দের সহযোগিতায় থাকে অনেকটাই। আর সেই প্রতিদান হিসেবে সংস্থার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদে না হলেও বেশকিছু পদে কাজের সুযোগ করে দেওয়া হয়। তবে কল্যাণী এইমস এর ক্ষেত্রে সম্পূর্ণ অন্যরকম। বিরাটাকার এই স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে, ইমারত নির্মাণ থেকে শুরু করে চিকিৎসা সর্বক্ষেত্রেই বিভিন্ন কাজের সাথে যুক্ত কর্মী নিচ্ছেন বহিরাগত। স্থানীয়রা থাকছেন ব্রাত্য। এমনটাই অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। তারা এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বলেও সুফল মেলেনি, এমনটাই দাবি তাদের, তাই বাধ্য হয়েই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য মূল গেটের সামনে বিক্ষোভে বসেন তারা।
তারা এও জানিয়েছেন এ ধরনের বিক্ষোভ কোন রাজনৈতিক দল দ্বারা পরিচালিত নয়, সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে এলাকার বেকার যুবক যুবতীরা একত্রিত হয়েছেন কর্মের প্রার্থনা করে। স্থানীয় হিসাবে এলাকা সম্পর্কে তারা অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে তা বাদেও পড়াশোনার যোগ্যতা তো আছেই। যদিও এ বিষয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মুখ খোলেননি।