মালদা:জেলা দমকল কেন্দ্রের উদ্যোগে গাজোল গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিয়ে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ শিবির

Social

দেবু সিংহ,মালদা:জেলা দমকল কেন্দ্রের উদ্যোগে গাজোল গ্রামীণ হাসপাতালে শনিবার দুপুরে চিকিৎসক, নার্স, আশা কর্মী সহ স্বাস্থ্যকর্মীদের নিয়ে অগ্নিনির্বাপন নিয়ে এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল। আচমকা হাসপাতালে আগুন ধরে গেলে তা নেভানোর প্রক্রিয়া হাতে কলমে শেখানো হয় তাঁদের।

হাজির ছিলেন জেলা দমকল কেন্দ্রের আধিকারিক বিশ্বজিৎ মন্ডল, বিলাস বণিক, গাজোল গ্রামীণ হাসপাতাল এর সুপার ডাঃ অঞ্জন রায়, আইসিটিসি কাউন্সিলর রাজীব দাস প্রমুখ।

জেলা দমকল কেন্দ্রের আধিকারিক বিশ্বজিৎ মন্ডল জানান, ‘গৃহস্থের বাড়িতে গ্যাস থেকে আগুন লাগলে, বিড়ি বা সিগারেট থেকে আগুন লাগলে কীভাবে আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনা যায়, সেই কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।’‌

Leave a Reply