দেবু সিংহ,মালদা: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের নিপুন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন সাপের কামড়ে জখম ২ জন। তাঁরা বাড়ির যাওয়ার আগে ধন্যবাদ জানিয়ে গেছেন চিকিৎসক-সহ নার্সদেরও।
জানা যায় গত ২ এপ্রিল উত্তর দিনাজপুরের ভতার বর্মন কেউটের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। তিনি গাজোল হাসপাতালে গেলে সেখান থেকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে মালদার মানিকচকের মথরাপুরের বাসিন্দা দিপীকা প্রামানিক গত ৫ এপ্রিল ফুল পাড়তে গিয়ে গোখরোর কামড়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে মানিকচক হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যালে। দু’জনের চিকিৎসার তদারকি করেন সর্পপ্রেমী নিতাই হালদার। নিজের উদ্যোগে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে দেখভাল করে থাকেন। তাঁরা সুস্থ হওয়ায় তিনি খুশি।
নিতাই হালদার জানান , সাপে কামড় দিলে কখনই ওঝার কাছে যাওয়া উচিত নয়।একমাত্র হাসপাতালে এলেই রোগী সুস্থ হতে পারে।