মলয় দে নদীয়া:- আজ ৭ই এপ্রিল বাংলা ২৩শে চৈত্র শুক্রবার বাসন্তী পুজোর সূচনা মহাষষ্ঠী। পুরাণ অনুযায়ী রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করতেন। সেটাই ছিল রীতি। আর সেই অনুযায়ী অশোক, পদ্ম এবং অন্যান্য প্রাকৃতিক পুজোর উপাদান এ সময়ে সহজলভ্য। রামায়ণে রামচন্দ্র অশুভ শক্তির বিনাশ করতে দেবীর আরাধনা করেন শরৎকালে সেই থেকে পুজো পরিবর্তিত হয়ে বাসন্তীর এর বদলে দাঁড়ায় শারদীয়ায়। সে যাই হোক, এবারে দেবীর দোলায় আগমন ফল মড়ক দেবীর গজে গমন ফল শস্যপূর্ণ বসুন্ধরা।
শুভ মহাষষ্ঠী অশোক ষষ্ঠী নামে পরিচিত। প্রকৃতিও তার ফুলের সমাহার দিয়ে প্রমাণ দেয় বসন্তে এই পুজোর। নদীয়ার শান্তিপুরে এইরকম বেশকিছু পুজোর লক্ষ্য করা যায় বহু প্রাচীনকাল থেকে। যার মধ্যে অন্যতম থানার মোড় বাসন্তী তলা, ফটক পাড়া বুড়োশিবতলা। তবে এবার এই প্রথম গোবিন্দপুর প্রমোদনগর এলাকায় বিশাল আকার বাসন্তী প্রতিমার পুজো শুরু হলো নতুন করে।