মলয় দে নদীয়া:- কবিতায় বেঁচে থাকি কবিতায় ঘ্রাণ সকলের হাত ধরি শপথের প্রাণ এই বানীকে পাথেয় করে আজ স্বর সপ্তক আবৃতি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের দুটি পর্যায়ের অনুষ্ঠান । বিশ বছর পূর্তি উপলক্ষে নদিয়া মুর্শিদাবাদ আবৃত্তি বিষয়ক কর্মশালা হল আবৃত্তি অনুষ্ঠান হল । রবিবার সকাল থেকে প্রথম পর্যায়ে বেথুয়াডহরী ব্যবসায়ী কল্যান সমিতির সভা কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রশিক্ষণে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী রত্না মিত্র ও অমিত রায় ও অনিন্দিতা সরকার । সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা পরিচালনায় স্বর সপ্তকের কর্নধার পার্থসারথি চৌধুরী । কর্মশালা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিভিন্ন অঞ্চলের আবৃত্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ৮০ জন ছাত্র ছাত্রী বৃন্দ। আজকের মূল বিষয় ছিল মাইক্রোফোনের ব্যবহার ও আবৃত্তির উচ্চারণ নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এরেপরে ছিল সপ্তকের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। নদিয়ার বেথুয়াডহরী দেশবন্ধু স্মৃতি পাঠাগারে সান্ধ্যকালীন অনুষ্ঠান। দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নদিয়া ও মুর্শিদাবাদের বেথুয়াডহরি, ধুবুলিয়া, কৃষ্ণনগর ,পলাশী,কল্যানী, গয়েশপুর, বহরমপুর, জিয়াগঞ্জ, লালবাগ সহ মোট দশটি আবৃত্তি শিক্ষন প্রতিষ্ঠান বাক্ (আমন্ত্রিত) দমদম কলকাতা, সরশ্রুতি, স্বরবিতান , কথারূপ,উৎস , মুর্ছনা (বেথুয়াডহরী) ,প্রতিধ্বনি, ছান্দিক , উৎস প্রভৃতি অংশ গ্রহন করেন। একক আবৃত্তি পরিবেশন করেছছিলেন নন্দন সিংহ নবকুমার সরকার, শুক্লা বসু, অনিন্দিতা সরকার, সুমন বিশ্বাস , রাজু দত্ত, কেয়া মজুমদার ও সর সপ্তকের ছাত্র-ছাত্রীবৃন্দ। অতিথিদের হাতে পুষ্পস্তবক একটি গাছের চারা এবং একটি স্মারক উপহার দেওয়া হয়।